মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৬৭
সলাত অধ্যায়
ঈদুল আযহার কুরবানী (পশু যবাই)
২৬৭. হযরত যায়িদ ইবনে আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ এর সাহাবীগণ জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসূল! কুরবানী কী? তিনি বললেন: এতো তোমাদের (আধ্যাত্মিক ও ধর্মীয়) পিতা ইব্রাহীম (আ) এর সুন্নাত। তাঁরা বললেনঃ হে আল্লাহর রাসূল! কুরবানী করায় আমাদের জন্য কী পুরস্কার রয়েছে? তিনি বললেন: প্রতিটি (গরু, বকরী ইত্যাদির) পশমে বিনিময়ে রয়েছে একটি করে নেকী। তাঁরা বললেনঃ হে আল্লাহর রাসূল! পশমে? তিনি বললেন: (মেষ, দুম্বা, উট হত্যাদির) প্রতিটি পশমে রয়েছে একটি করে নেকী। (আহমাদ ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ ، قَالَ : قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا هَذِهِ الْأَضَاحِيُّ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : « سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ » قَالُوا : فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ : « بِكُلِّ شَعَرَةٍ ، حَسَنَةٌ » قَالُوا : " فَالصُّوفُ؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ : « بِكُلِّ شَعَرَةٍ مِنَ الصُّوفِ ، حَسَنَةٌ » (رواه احمد وابن ماجه)