মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৫৭
সলাত অধ্যায়
দুই ঈদের সালাতের সময়
২৫৭. হযরত ইয়াযীদ ইবনে খুমায়র রাহবী (র) নামক তাবিঈ থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ ﷺ-এর সাহাবী আবদুল্লাহ ইবনে ইউসর (রা) ঈদুল ফিতর বা ঈদুল আযহার দিন লোকদের সাথে সালাত আদায়ের জন্য রওয়ানা হন, ইমামের বিলম্বের কারণে তিনি অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, রাসূলুল্লাহ ﷺ-এর যুগে আমরা এমন সময় অর্থাৎ ইশরাকের সময় বর্ণনাকারী বলেন সময়টি ছিল নফল সালাত। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ يَزِيْدِ بْنُ خُمَيْرٍ الرَّحَبِيُّ ، قَالَ : خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ ، صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ النَّاسِ فِي يَوْمِ عِيدِ فِطْرٍ ، أَوْ أَضْحَى ، فَأَنْكَرَ إِبْطَاءَ الْإِمَامِ ، فَقَالَ : « إِنَّا كُنَّا قَدْ فَرَغْنَا سَاعَتَنَا هَذِهِ وَذَلِكَ حِينَ التَّسْبِيحِ » (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবদুল্লাহ্ ইবনে ইউসর (র) ছিলেন সিরিয়ার অধিবাসী। তিনি অষ্টাশি হিজরীতে হিমসে ইন্তিকাল করেন। সম্ভবত এই ঘটনা সেখানেই ঘটেছিল। একবারই ইমাম ঈদের সালাত বিলম্ব করায় তিনি ভীষণভাবে ক্ষুব্ধ হন এবং বলেন, আমরা রাসূলূল্লাহ্ ﷺ-এর যুগে সূর্য একটু উপরে উঠতেই ঈদের সালাত আদায় করে নিতাম। হাফিয ইবনে হাজার (র) 'তালখীসুল হাবীর' নামক গ্রন্থে আহমাদ ইবনে হাসানুল বান্নার 'কিতাবুল আযাহী', গ্রন্থের বরাতে রাসূলুল্লাহ ﷺ -এর একজন বিশিষ্ট সাহাবী হযরত জুন্দুব (রা) থেকে ঈদুল ফিতর ও ঈদুল আযহার সালাতের সময় সম্পর্কীয় নিম্নোক্ত বিশুদ্ধ হাদীসটি বর্ণনা করেছেন।
" كان النبي صلى الله عليه وسلم يصلي بنا يوم الفطر والشمس على قيد رمحين والاضحى على قيد رمح "
"রাসূলুল্লাহ ﷺ আমাদের নিয়ে এমন সময় ঈদুল ফিতরের সালাত আদায় করতেন যে, সূর্য তখন দুই বর্শা পরিমাণ উপরে উঠে যেত। আর ঈদুল আযহার সালাত এমন সময় আদায় করতেন যে, সূর্য তখন এক বর্শা পরিমাণ উপরে উঠে যেত।"
বর্তমানকালে বেশিরভাগ স্থানে বিলম্বে দুই ঈদের সালাত আদায় করা হয়। নিঃসন্দেহে কাজ সুন্নাত পরিপন্থী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান