মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৫৬
সলাত অধ্যায়
দুই ঈদের সালাতের আগে কিংবা পরে কোন সুন্নাত সালাত নেই
২৫৬. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী কারীম ﷺ ঈদুল ফিতরের দিন মাত্র দুই রাক'আত সালাত আদায় করেন। এর পূর্বেও কোন সালাত আদায় করেন নি এবং পরেও না। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ : « أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ الفِطْرِ رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهُمَا وَلاَ بَعْدَهُمَا. (رواه البخارى ومسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান