মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৪৭
সলাত অধ্যায়
জুমু'আর সালাত ও খুতবা সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর আমল
২৪৭. হযরত জাবির (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ যখন খুতবা দিতেন তখন চোখ দু'টি রক্তিমাভ হতো, কণ্ঠস্বর উঁচু হতো এবং তীব্র ক্রোধ প্রকাশ পেত। মনে হতো তিনি যেন আক্রমণকারী শত্রুসেনা সম্পর্কে সতর্ক করছেন এবং বলছেন তারা সকালে তোমাদের উপর চড়াও হবে এবং বিকালে আক্রমণ করবে। তিনি আরো বলতেন, আমি প্রেরিত হয়েছি এমন অবস্থায় যে. আমি ও কিয়ামত এই দু'টির ন্যায় (এই বলে তিনি) মধ্যম আঙ্গুল ও তর্জনী মিলিয়ে দেখাতেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ جَابِر قَالَ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ ، وَعَلَا صَوْتُهُ ، وَاشْتَدَّ غَضَبُهُ ، حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ : « صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ » ، وَيَقُولُ : « بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ » ، وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ ، وَالْوُسْطَى. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের মূলকথা হল, নবী কারীম ﷺ তেজোদ্দীপ্ত কণ্ঠে আবেগময়ী ভাষায় খুতবা দিতেন। তাঁর অবস্থা বক্তব্যের অনুরূপ হতো। তিনি বিশেষভাবে কিয়ামত নিকটবর্তী সময়ে সংঘটিত হওয়ার এবং তার ভয়াবহতার কথা জোর দিয়ে বলতেন। মধ্যম ও তর্জনী আঙ্গুল মিলিয়ে তিনি একথা বলতেনঃ তোমরা ভাল করে জেনে রেখ, এই দুইটি আঙ্গুল যেমন কাছাকাছি তদ্রূপ আমার নবুওয়াতের পরে কিয়ামতও কাছাকাছি। আমার পরে কোন নবী আসবেন না। আমার নবুওয়াত কালেই কিয়ামত সংঘটিত হবে। কাজেই তোমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ কর।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান