মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৪৮
সলাত অধ্যায়
জুমু'আর (ফরয) সালাতের পূর্বের ও পরের সালাত
২৪৮. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ জুমু'আর সালাতের পূর্বে চার রাক'আত এবং পরে চার রাক'আত১ সালাত আদায় করতেন। (তাবারাণীর কাবীর গ্রন্থ)
টিকা: ১. হযরত ইবনে আব্বাস (রা) বর্ণিত এই হাদীস জামউল ফাওয়াইদে তাবারানীর বরাতে উদ্ধৃত হয়েছে এবং বলা হয়েছে, সনদসূত্রে হাদীসটি দুর্বল।
কিন্তু 'আযাবুল মাওয়ারিদ' গ্রন্থে একটি ভিন্ন সূত্রে হযরত আলী (রা) থেকে এই হাদীসটি বর্ণিত হয়েছে। এই সনদে কোন দুর্বলতা নেই। বরং ইরাকী এই হাদীসটিকে উত্তম সনদে বর্ণিত বলে আখ্যায়িত করেছেন।
টিকা: ১. হযরত ইবনে আব্বাস (রা) বর্ণিত এই হাদীস জামউল ফাওয়াইদে তাবারানীর বরাতে উদ্ধৃত হয়েছে এবং বলা হয়েছে, সনদসূত্রে হাদীসটি দুর্বল।
কিন্তু 'আযাবুল মাওয়ারিদ' গ্রন্থে একটি ভিন্ন সূত্রে হযরত আলী (রা) থেকে এই হাদীসটি বর্ণিত হয়েছে। এই সনদে কোন দুর্বলতা নেই। বরং ইরাকী এই হাদীসটিকে উত্তম সনদে বর্ণিত বলে আখ্যায়িত করেছেন।
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : « كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَرْكَعُ قَبْلَ الْجُمُعَةِ أَرْبَعًا ، وَبَعْدَهَا أَرْبَعًا » (رواه الطبرانى فى الكبير)