মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৪৬
সলাত অধ্যায়
জুমু'আর সালাত ও খুতবা সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর আমল
২৪৬. হযরত জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ এর খুতবা হতো দু'টি। তিনি উভয়ের মাঝে বসতেন। তিনি তাতে কুরআন পাঠ করতেন এবং লোকদের উদ্দেশ্যে উপদেশ দিতেন। তাঁর সালাত ও খুতবা ছিল মধ্যম ধরনের (দীর্ঘও নয় একেবারে সংক্ষিপ্তও নয়) (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ ، قَالَ : « كَانَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَتَانِ يَجْلِسُ بَيْنَهُمَا يَقْرَأُ الْقُرْآنَ ، وَيُذَكِّرُ النَّاسَ فَكَانَتْ صَلَاتُهُ قَصْدًا ، وَخُطْبَتُهُ قَصْدًا » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের মর্ম হল, নবী কারীম ﷺ এর খুতবা না দীর্ঘ হতো আর না একেবারে সংক্ষিপ্ত হতো। একইভাবে তাঁর সালাত না একেবারে দীর্ঘ হতো আর না একেবারে সংক্ষিপ্ত হতো। বরং উভয়ই ছিল মধ্যম ধরনের। কিরা'আত অনুচ্ছেদে কিরা'আত সম্পর্কীয় হাদীসসমূহ ইতোপূর্বে বর্ণিত হয়েছে এবং জুমু'আর সালাতে তিনি বেশির ভাগ কোন্ কোন্ সূরা পাঠ করতেন তাতে আরও উল্লেখ রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান