মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৪৫
সলাত অধ্যায়
জুমু'আর সালাত ও খুতবা সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর আমল
২৪৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী কারীম ﷺ প্রচণ্ড শীতের সময় সকাল সকাল (প্রথম ওয়াক্তেই জুমু'আর) সালাত আদায় করতেন। আর তীব্র গরমের সময় ঠাণ্ডা করে (বিলম্বে) সালাত আদায় করতেন। অর্থাৎ জুমু'আর সালাত। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ أَنَسٍ قَالَ : « كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اشْتَدَّ البَرْدُ يُبَكِّرُ بِالصَّلاَةِ ، وَإِذَا اشْتَدَّ الحَرُّ أَبْرَدَ بِالصَّلاَةِ » يَعْنِي الجُمُعَةَ . (رواه البخارى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান