মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৪৪
সলাত অধ্যায়
প্রথম ওয়াক্তে জুমু'আর সালাতে যাওয়ার ফযীলাত
২৪৪. হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি জুমু'আর দিন জানাবাত (অপবিত্রতা) থেকে পবিত্র হওয়ার উদ্দেশ্যে গোসল করে এবং সালাতের জন্য (মসজিদে) যায় সে যেন একটি উট কুরবানী করল। যে ব্যক্তি এরপর গমন করবে সে যেন একটি গাভী কুরবানী করল। তৃতীয় গমনকারী ব্যক্তি যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানী করল। চতুর্থ গমনকারী ব্যক্তি যেন একটি মুরগী কুরবানী করল। পঞ্চম গমনকারী ব্যক্তি যেন একটি ডিম কুরবানী করল। এর পর ইমাম যখন খুতবা দানের জন্য মিম্বরের উদ্দেশ্যে বের হন, তখন ফিরিশতাগণ নিজেদের রেজিষ্টার বন্ধ করে খুতবা শুনায় শরীক হয়ে যান। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا كَانَ يَوْمُ الجُمُعَةِ وَقَفَتِ المَلاَئِكَةُ عَلَى بَابِ المَسْجِدِ يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ ، وَمَثَلُ المُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي بَدَنَةً ، ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً ، ثُمَّ كَبْشًا ، ثُمَّ دَجَاجَةً ، ثُمَّ بَيْضَةً ، فَإِذَا خَرَجَ الإِمَامُ طَوَوْا صُحُفَهُمْ ، وَيَسْتَمِعُونَ الذِّكْرَ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের মূলকথা হল, জুমু'আর দিন প্রথম ওয়াক্তে মসজিদে যাওয়ার প্রতি অনুপ্রেরণা দান এবং আগে পিছে আগমনকারীদের মর্যাদার ব্যবধান উপমা সহকারে বর্ণনা করে বুঝিয়ে দেওয়া।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান