মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২৩৭
সলাত অধ্যায়
জুমু'আর সালাত ফরয হওয়া এবং তা আদায়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ
২৩৭. আবুল জা'দ যামরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে অলসতা হেতু তিনটি জুমু'আ ত্যাগ করে আল্লাহ্ তার অন্তরের উপর মোহর মেরে দেন। (ফলে সে নেক আমলের তাওফীক থেকে বঞ্চিত হয়ে যায়)। (আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ ও দারিমী, ইমাম মালিক সাফওয়ান ইবনে সুলায়ম সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي الْجَعْدِ الضَّمْرِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ تَرَكَ ثَلَاثَ جُمَعٍ تَهَاوُنًا بِهَا طَبَعَ اللهُ عَلَى قَلْبِهِ ". (رواه ابوداؤد والترمذى والنسائى وابن ماجه والدارمى ورواه مالك عن صفوان بن سليم واحمد عن ابى قتاده)
হাদীসের ব্যাখ্যা:
উল্লিখিত হাদীসে জুমু'আর সালাতের ব্যাপারে যে অসাধারণ গুরুত্বারোপ করা হয়েছে এবং বর্জনকারীদের প্রতি যে কঠোর হুশিয়ারী উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যে সকল অপরাধের কারণে বান্দা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত পড়ে এবং অন্তরে মোহর মারা হয় তা থেকে আমাদেরকে হিফাযত করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)