মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৩৬
সলাত অধ্যায়
জুমু'আর সালাত ফরয হওয়া এবং তা আদায়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ
২৩৬. হযরত আবদুল্লাহ্ ইবনে উমর ও হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে রাসূলুল্লাহ ﷺ কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছেন, যারা জুমু'আর সালাত পরিত্যাগ করে, তাদেরকে এ কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে, নতুবা আল্লাহ্ তাদের অন্তরে মোহর মেরে দিবেন। এরপর তারা অবশ্যই গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ بْنَ عُمَرَ وَأَبِىْ هُرَيْرَةَ أَنَّهُمَا قَالَ : سَمِعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ : « لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ ، أَوْ لَيَخْتِمَنَّ اللهُ عَلَى قُلُوبِهِمْ ، ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

উল্লিখিত হাদীসে জুমু'আর সালাতের ব্যাপারে যে অসাধারণ গুরুত্বারোপ করা হয়েছে এবং বর্জনকারীদের প্রতি যে কঠোর হুশিয়ারী উচ্চারিত হয়েছে তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যে সকল অপরাধের কারণে বান্দা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত পড়ে এবং অন্তরে মোহর মারা হয় তা থেকে আমাদেরকে হিফাযত করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান