মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২২৭
সলাত অধ্যায়
সালাতুল হাজাত (প্রয়োজন পূরণের সালাত)
২২৭. হযরত আবদুল্লাহ্ ইবনে আবূ আওফা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি আল্লাহর কাছে অথবা আদম সন্তানের কাছে কোন প্রয়োজন রয়েছে সে যেন প্রথমে উত্তমরূপে উযূ করে, তারপর দুই রাক'আত সালাত আদায় করে, এরপর আল্লাহর প্রশংসা করে এবং নবী কারীম ﷺ এর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে, তারপর এই দু'আ পাঠ করে:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ الحَلِيمُ الكَرِيمُ، سُبْحَانَ اللَّهِ رَبِّ العَرْشِ العَظِيمِ، الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ، أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَالغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ، وَالسَّلَامَةَ مِنْ كُلِّ إِثْمٍ، لَا تَدَعْ لِي ذَنْبًا إِلَّا غَفَرْتَهُ، وَلَا هَمًّا إِلَّا فَرَّجْتَهُ، وَلَا حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلَّا قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ "
"আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই, তিনি পরম সহিষ্ণু ও মহামহিম। মহান আরশের অধিপতি আল্লাহ্ অতি পবিত্র। সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতি পালক আল্লাহর জন্য। হে আল্লাহ্! আমি তোমার কাছে তোমার রহমত লাভের উপায়সমূহ, তোমার ক্ষমা লাভের দৃঢ় প্রতিজ্ঞা, প্রত্যেক কল্যাণকর কাজের ধনভাণ্ডার এবং অকল্যাণকর কাজ থেকে নিরাপত্তা প্রার্থনা করছি। হে মহা অনুগ্রহকারী! আমার প্রতিটি অপরাধ ক্ষমা করে দাও, আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দাও এবং যে প্রয়োজন ও চাহিদা তোমার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দাও'। (তিরমিযী ও ইবনে মাজাহ)
لَا إِلَهَ إِلَّا اللَّهُ الحَلِيمُ الكَرِيمُ، سُبْحَانَ اللَّهِ رَبِّ العَرْشِ العَظِيمِ، الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ، أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَالغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ، وَالسَّلَامَةَ مِنْ كُلِّ إِثْمٍ، لَا تَدَعْ لِي ذَنْبًا إِلَّا غَفَرْتَهُ، وَلَا هَمًّا إِلَّا فَرَّجْتَهُ، وَلَا حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلَّا قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ "
"আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই, তিনি পরম সহিষ্ণু ও মহামহিম। মহান আরশের অধিপতি আল্লাহ্ অতি পবিত্র। সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতি পালক আল্লাহর জন্য। হে আল্লাহ্! আমি তোমার কাছে তোমার রহমত লাভের উপায়সমূহ, তোমার ক্ষমা লাভের দৃঢ় প্রতিজ্ঞা, প্রত্যেক কল্যাণকর কাজের ধনভাণ্ডার এবং অকল্যাণকর কাজ থেকে নিরাপত্তা প্রার্থনা করছি। হে মহা অনুগ্রহকারী! আমার প্রতিটি অপরাধ ক্ষমা করে দাও, আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দাও এবং যে প্রয়োজন ও চাহিদা তোমার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দাও'। (তিরমিযী ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَى اللَّهِ ، أَوْ إِلَى أَحَدٍ مِنْ بنى آدم ، فَلْيَتَوَضَّأْ فَلْيُحْسِنِ الْوُضُوْءَ ثُمَّ لِيُصَلِّ رَكْعَتَيْنِ ، ثُمَّ لِيُثْنِ عَلَى اللهِ عَزَّ تَعَالَى ، وَلِيُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ثُمَّ لِيَقُلْ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ ، سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ ، وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ، أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ ، وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ ، وَالسَّلَامَةَ مِنْ كُلِّ إِثْمٍ ، لَا تَدَعَ لِي ذَنْبًا إِلَّا غَفَرْتَهُ ، وَلَا هَمًّا إِلَّا فَرَّجْتَهُ ، وَلَا حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلَّا قَضَيْتَهَا يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ. (رواه الترمذى وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
সকল সমস্যার সুষ্ঠু সমাধান যে একমাত্র আল্লাহর হাতে নিবদ্ধ এ বিষয়ে কোন মু'মিনের সন্দেহের অবকাশ নেই। আপাতদৃষ্টিতে যে কাজ বান্দা নিজ হাতে সম্পাদন করে তাও মূলতঃ আল্লাহর হাতে নিবদ্ধ এবং তাঁর নির্দেশেই তা কার্যকর হয়। আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ ﷺ সালাতুল হাজাতের যে পদ্ধতি বাতলে দিয়েছেন তা আল্লাহর পক্ষ থেকে প্রয়োজন পূরণের ক্ষেত্রে শ্রেষ্ঠ ও নির্ভরযোগ্য পদ্ধতি। যারা ঈমানের হাকীকতের পরীক্ষায় উত্তীর্ণ তাদের এ বিষয় অভিজ্ঞতা রয়েছে এবং তারা সালাতুল হাজাতের মাধ্যমে আল্লাহর ধন ভাণ্ডারের চাবি লাভ করেছে।
রাসূলুল্লাহ ﷺ এই হাদীসে বান্দার সাথে সম্পৃক্ত বিষয় তাদের চাহিদা পূরণের জন্য সালাতুল হাজাত আদায়ের ব্যাপারে অনুপ্রাণিত করেছেন। এর এক বিশেষ উপকারিতা এই যে, বান্দা যখন তাদের চাহিদা পূরণের জন্য সালাতুল হাজাত আদায় করে আল্লাহর কাছে দু'আ করে তখন তাদের মনে এ বিশ্বাসই জন্মে যে, সকল কাজের নিয়ন্ত্রয় মূলতঃ আল্লাহ্ তা'আলা, বান্দা নয় এবং কোন বিষয়ের উপর বান্দার কোন ইখতিয়ার নেই। বরং সবকিছুই আল্লাহ্ তা'আলার হাতে নিবদ্ধ। বান্দা কেবল কর্মক্ষমতা রাখে মাত্র। এর পরও যখন বান্দার হাতে কাজ পূর্ণতা প্রাপ্তির দৃশ্য দেখা যায় তখনও তাওহীদের বিশ্বাসে কোন শিথিলতা দেখা দেয় না।
রাসূলুল্লাহ ﷺ এই হাদীসে বান্দার সাথে সম্পৃক্ত বিষয় তাদের চাহিদা পূরণের জন্য সালাতুল হাজাত আদায়ের ব্যাপারে অনুপ্রাণিত করেছেন। এর এক বিশেষ উপকারিতা এই যে, বান্দা যখন তাদের চাহিদা পূরণের জন্য সালাতুল হাজাত আদায় করে আল্লাহর কাছে দু'আ করে তখন তাদের মনে এ বিশ্বাসই জন্মে যে, সকল কাজের নিয়ন্ত্রয় মূলতঃ আল্লাহ্ তা'আলা, বান্দা নয় এবং কোন বিষয়ের উপর বান্দার কোন ইখতিয়ার নেই। বরং সবকিছুই আল্লাহ্ তা'আলার হাতে নিবদ্ধ। বান্দা কেবল কর্মক্ষমতা রাখে মাত্র। এর পরও যখন বান্দার হাতে কাজ পূর্ণতা প্রাপ্তির দৃশ্য দেখা যায় তখনও তাওহীদের বিশ্বাসে কোন শিথিলতা দেখা দেয় না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)