মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২১২
সলাত অধ্যায়
রাসূলুল্লাহ ﷺ কত রাক'আত তাহাজ্জুদ আদায় করতেন?
২১২. হযরত মাসরূক (র.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি হযরত আয়েশা (রা.) কে রাসূলুল্লাহ ﷺ-এর রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন: তিনি ফজরের দুই রাক'আত (সুন্নাত) ছাড়াও সাত বা নয় কিংবা এগার রাক'আত সালাত আদায় করতেন। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ مَسْرُوقٍ ، قَالَ : سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ؟ فَقَالَتْ : « سَبْعٌ ، وَتِسْعٌ ، وَإِحْدَى عَشْرَةَ ، سِوَى رَكْعَتِي الفَجْرِ » (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আয়েশা (রা.) প্রদত্ত জবাবের মর্ম হল এই যে, রাসূলুল্লাহ ﷺ কখনো সাত রাক'আত তাহাজ্জুদ সালাত আদায় করতেন (অর্থাৎ চার রাক'আত তাহাজ্জুদ এবং তিন রাক'আত বিতর), আবার কখনো নয় রাক'আত (অর্থাৎ ছয় রাক'আত তাহাজ্জুদ এবং তিন রাক'আত বিতর) আবার কখনো এগার রাক'আত (অর্থাৎ আট রাক'আত তাহাজ্জুদ এবং তিন রাক'আত বিতর) আদায় করতেন। এবিষয়ে সবিস্তার বিবরণ সুনানে আবু দাউদে বর্ণিত আয়েশা (রা.)-এর রিওয়ায়াত বিধৃত হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)