মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২১৩
সলাত অধ্যায়
রাসূলুল্লাহ ﷺ তাহাজ্জুদ সালাতের বিস্তারিত বিশ্লেষণ
২১৩. হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ যখন রাতে সালাত আদায়ের জন্য উঠতেন তখন প্রথমে হালকাভাবে দুই রাক'আত সালাত দিয়ে শুরু করতেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : « كَانَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ لِيُصَلِّيَ ، افْتَتَحَ صَلَاتَهُ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ » (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন ভাষ্যকার লিখেছেন, নবী কারীম ﷺ হালকাভাবে প্রথমতঃ দুই রাক'আত সালাত আদায় করে মনে প্রফুল্লতা আনতেন। তারপর দীর্ঘ কিরা'আত যোগে সালাত আদায় করতেন। সহীহ্ মুসলিমেরই হযরত আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমাদের কেউ যখন রাতের সালাত আদায়ের জন্য দাঁড়ায় সে যেন হালকাভাবে দুই রাক'আত দিয়ে সালাত শুরু করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)