মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২১১
সলাত অধ্যায়
রাসূলুল্লাহ ﷺ কত রাক'আত তাহাজ্জুদ আদায় করতেন?
২১১. হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ -এর রাতের সালাতের সংখ্যা ছিল তের। এর মধ্যে বিতর এবং ফজরের দুই রাক'আত (সুন্নাত)ও রয়েছে। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ قَالَتْ : « كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا الوِتْرُ ، وَرَكْعَتَا الفَجْرِ » (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে হযরত আয়েশা (রা.) রাসূলুল্লাহ ﷺ এর তাহাজ্জুদ সালাত সম্পর্কীয় সাধারণ আমল বর্ণনা করেছেন। নতুবা হযরত আয়েশা (রা.) এর অন্যান্য বর্ণনা থেকে জানা যায় যে, কখনো কখনো রাসূলুল্লাহ ﷺ এর চাইতে কমও আদায় করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান