মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ২০৪
সলাত অধ্যায়
কিয়ামুল লায়ল বা তাহাজ্জুদ সালাতের ফযীলত ও গুরুত্ব
২০৪. হযরত আমর ইবনে আবাসা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আল্লাহ্ তা'আলা রাতের শেষ প্রহরে বান্দার সর্বাধিক নিকটবর্তী হন। কাজেই ঐ মুবারক সময়ে আল্লাহর যিকর করে সম্ভব হলে তখন তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যেও। (তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنْ عَمْرُو بْنُ عَبَسَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ العَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ ، فَإِنْ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ » (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে রাতের শেষ প্রহরে আল্লাহর যিকর করার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে। যিকর যদিও সাধারণ বিষয় কিন্তু সাধরণত যিকরের সর্বোচ্চ পূর্ণাঙ্গরূপ। কেননা সালাতে অন্তর জিহবা ও অপরাপর সকল অঙ্গের যিকরের মিলন ঘটে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)