মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৭১
সলাত অধ্যায়
সালাতের সমাপনী সালাম
১৭১. হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ ﷺ কে ডানদিকে এবং বামদিকে সালাম ফিরাতে দেখেছি। এমনকি আমি তাঁর গণ্ডদেশের সাদা অংশও দেখেছি। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ سَعْدٍ بْنِ وَقَّاصٍ قَالَ : « كُنْتُ أَرَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ ، وَعَنْ يَسَارِهِ ، حَتَّى أَرَى بَيَاضَ خَدِّهِ »
(رواه مسلم)
(رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটি সামান্য শব্দের ব্যবধানে সুনানে আরবা'আয় আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে এবং সুনানে ইবনে মাজায় আম্মার ইবনে ইয়াসির (রা) সূত্রে বর্ণিত হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)