মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৭২
সলাত অধ্যায়
সালামের পর যিকর ও দু'আ

সালাতের সমাপণী পূর্বে রাসূলুল্লাহ ﷺ যে সব দু'আ পাঠ করতেন অথবা এ সময়ে যে সব দু'আ পাঠ করার জন্য তিনি উৎসাহ দান করেছেন, তা আলোচিত হয়েছে। সালামের পর যিকর ও দু'আ সম্পর্কে কতিপয় হাদীস পাঠ করা যাক যে সম্পর্কে নবী কারীম ﷺ তাঁর উম্মাতকে দিক নির্দেশনা দিয়েছেন এবং স্বয়ং কাজে পরিণত করে দেখিয়েছেন।
১৭২. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসূল! কোন প্রকার দু'আ অধিক শুনা (কবুল করা) হয়? তিনি বললেন: শেষ রাতে (তাহাজ্জুদ সালাতের পর যে দু'আ করা হয়) এবং ফরয সালাত সমূহের পরের দু'আ। (তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي أُمَامَةَ ، قَالَ : قِيلَ يَا رَسُولَ اللهِ : أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ : جَوْفَ اللَّيْلِ الآخِرِ ، وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ.
(رواه الترمذى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান