মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৭০
সলাত অধ্যায়
সালাতের সমাপনী সালাম
রাসূলুল্লাহ ﷺ সালাত শুরু করার পূর্বে যেমন উত্তম শব্দগুচ্ছ 'আল্লাহু আব্বার' বলতে শিখিয়েছেন তেমনি সালাত শেষ করার জন্য 'আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্' শিক্ষা দিয়েছেন। নিঃসন্দেহে বলা যায়, সালাতের সমাপনীর ক্ষেত্রে এর চেয়ে উত্তম শব্দগুচ্ছ আর হতে পারেনা। একথা সর্বজনবিদিত যে, একজন যখন অপর জন থেকে পৃথক থাকার পর আবার যখন একত্র হয় তখনই সালাম বিনিময় হয়। সুতরাং সালাম সমাপনীর মাধ্যমে টেনে দিক নির্দেশনা দেওয়া হল যে, যখন আল্লাহ্ একবার বলে সালাত শুরু করে এবং আল্লাহর মহান দরবারে হাযিরা পেশ করে, কখন মানুষ তার পারিপার্শ্বিক অবস্থা থেকে, এমনকি ডান বাম থেকে পৃথক হয়ে পড়ে এবং তখন তার মানসাটে আল্লাহ্ ব্যতীত কিছুই বিদ্যমান থাকেনা। পুরো সালাত এভাবেই অতিবাহিত হয়। এর পর শেষ বৈঠকে তাশাহহুদ, দুরূদ এবং সবশেষে আল্লাহর দরবারে দু'আ করে নিজ সালাত পুরো করে নেয়। এমতাবস্থায় সে যেন দ্বিতীয় কোন পৃথিবী থেকে এই দুনিয়ার পারিপার্শ্বিকতায় ফিরে এসেছে এবং তার ডান বামের মানুষ অথবা ফিরিশতার সঙ্গে নতুন করে সাক্ষ্যাৎ করেছে; তাই সে তার দিকে মুখ করে তাকে 'আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুলালাহ বলে সালাম দিচ্ছে। অধমের নিকট সমাপনী সালামের হিম্মত এটাই। আল্লাহ্ তা'আলা সর্বজ্ঞ। এবার সালাম সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর কতিপয় হাদীস পাঠ করে নেয়া যাক।
রাসূলুল্লাহ ﷺ সালাত শুরু করার পূর্বে যেমন উত্তম শব্দগুচ্ছ 'আল্লাহু আব্বার' বলতে শিখিয়েছেন তেমনি সালাত শেষ করার জন্য 'আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্' শিক্ষা দিয়েছেন। নিঃসন্দেহে বলা যায়, সালাতের সমাপনীর ক্ষেত্রে এর চেয়ে উত্তম শব্দগুচ্ছ আর হতে পারেনা। একথা সর্বজনবিদিত যে, একজন যখন অপর জন থেকে পৃথক থাকার পর আবার যখন একত্র হয় তখনই সালাম বিনিময় হয়। সুতরাং সালাম সমাপনীর মাধ্যমে টেনে দিক নির্দেশনা দেওয়া হল যে, যখন আল্লাহ্ একবার বলে সালাত শুরু করে এবং আল্লাহর মহান দরবারে হাযিরা পেশ করে, কখন মানুষ তার পারিপার্শ্বিক অবস্থা থেকে, এমনকি ডান বাম থেকে পৃথক হয়ে পড়ে এবং তখন তার মানসাটে আল্লাহ্ ব্যতীত কিছুই বিদ্যমান থাকেনা। পুরো সালাত এভাবেই অতিবাহিত হয়। এর পর শেষ বৈঠকে তাশাহহুদ, দুরূদ এবং সবশেষে আল্লাহর দরবারে দু'আ করে নিজ সালাত পুরো করে নেয়। এমতাবস্থায় সে যেন দ্বিতীয় কোন পৃথিবী থেকে এই দুনিয়ার পারিপার্শ্বিকতায় ফিরে এসেছে এবং তার ডান বামের মানুষ অথবা ফিরিশতার সঙ্গে নতুন করে সাক্ষ্যাৎ করেছে; তাই সে তার দিকে মুখ করে তাকে 'আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুলালাহ বলে সালাম দিচ্ছে। অধমের নিকট সমাপনী সালামের হিম্মত এটাই। আল্লাহ্ তা'আলা সর্বজ্ঞ। এবার সালাম সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ এর কতিপয় হাদীস পাঠ করে নেয়া যাক।
১৭০. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তাহারাত (উযূ হল সালাতের চাবি, তাকবীর হল এর যাবতীয় হালাল কাজ) হারামকারী এবং সালাম হল এর বাইরের যাবতীয় হালাল কাজ হালালাকারী। (আবূ দাউদ, তিরমিযী, দারিমী ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ »
(رواه ابوداؤد والترمذى والدارمى وابن ماجه)
(رواه ابوداؤد والترمذى والدارمى وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে সালাত সম্পর্কে তিনটি কথা বলা হয়েছে প্রথমটি হল- সালাতের মাধ্যমে যেহেতু আল্লাহর দরবারে হাযিরা দেওয়া হয়, কাজেই তা পবিত্র অবস্থায় হওয়া বাঞ্ছনীয়। কারণ তা সালাতের চাবিও বটে। অর্থাৎ সালাত বিশুদ্ধভাবে আদায়ের ক্ষেত্রে উযূ পূর্বশর্ত। এতদ্ব্যতীত কারো জন্য আল্লাহর দরবারের মহান দরজা খোলা হয় না।
দ্বিতীয়টি হল, সালাত শুরু করতে হয় 'আল্লাহু আকবার' শব্দগুচ্ছ দ্বারা। এর মর্ম হল, সবদিক থেকে মুখ ফিরিয়ে এককভাবে আল্লাহ্ অভিমুখী হওয়া। উদাহরণস্বরূপ বলা যায়, পানাহার, কথাবার্তা ও অপরাপর শরী'আত অনুমোদিত কর্মকাণ্ডও সালাত শেষ না হওয়া পর্যন্ত মুসল্লীর জন্য হারাম। তাই একে 'তাকবীরে তাহরীমা' বলা হয়। তৃতীয়টি হল সালাত সমাপনী শব্দগুচ্ছ যা বলার সাথে সাথে সালাত শেষ হয়ে যায় এবং যে সকল জায়িয বস্তুরাজি 'তাকবীরে তাহরীমা' বলার কারণে হারাম হয়ে গিয়েছিল তা হালাল হয়ে হয়ে যায়, সেই শব্দগুচ্ছ হল, 'আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ'।
দ্বিতীয়টি হল, সালাত শুরু করতে হয় 'আল্লাহু আকবার' শব্দগুচ্ছ দ্বারা। এর মর্ম হল, সবদিক থেকে মুখ ফিরিয়ে এককভাবে আল্লাহ্ অভিমুখী হওয়া। উদাহরণস্বরূপ বলা যায়, পানাহার, কথাবার্তা ও অপরাপর শরী'আত অনুমোদিত কর্মকাণ্ডও সালাত শেষ না হওয়া পর্যন্ত মুসল্লীর জন্য হারাম। তাই একে 'তাকবীরে তাহরীমা' বলা হয়। তৃতীয়টি হল সালাত সমাপনী শব্দগুচ্ছ যা বলার সাথে সাথে সালাত শেষ হয়ে যায় এবং যে সকল জায়িয বস্তুরাজি 'তাকবীরে তাহরীমা' বলার কারণে হারাম হয়ে গিয়েছিল তা হালাল হয়ে হয়ে যায়, সেই শব্দগুচ্ছ হল, 'আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ'।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)