মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৬৩
সলাত অধ্যায়
প্রথম বৈঠক হবে সংক্ষিপ্ত এবং দ্রুত
১৬৩. আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ প্রথম দুই রাক'আতের বৈঠক হতে এত তাড়াতাড়ি তৃতীয় রাক'আতের জন্য উঠে যেতেন যেন তিনি উত্তপ্ত পাথরের উপরে বসেছেন। (তিরমিযী ও নাসায়ী)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ : « كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرَّكْعَتَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ حَتَّى يَقُومَ.
(رواه الترمذى والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

নবী কারীম ﷺ এর এই অভ্যাস থেকে বুঝা যায় যে, প্রথম বৈঠকে তাশাহ্হুদ শেষ করে তাৎক্ষণিক উঠে যেতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান