মা'আরিফুল হাদীস
সালাত অধ্যায়
হাদীস নং: ১৬২
সালাত অধ্যায়
বৈঠকের সঠিক ও সুন্নাত নিয়ম
১৬২. হযরত আবদুল্লাহ্ ইবনে আবদুল্লাহ্ ইবনে উমর (রহ.) থেকে বর্ণিত। তিনি আবদুল্লাহ্ ইবনে উমর (রা) কে সালাতে আসন পিড়ি করে বসতে দেখেছেন। আবদুল্লাহ্ ইবনে আবদুল্লাহ্ (রা) বলেন, আমি সে সময় অল্প বয়স্ক ছিলাম। আমিও সেরূপ করলাম। আবদুল্লাহ্ ইবনে উমর (রা) আমাকে নিষেধ করে বললেন: সালাতে বসার সুন্নাত তরীকা হল ডান পা খাড়া করে রাখা এবং বাম পা বিছিয়ে রাখা। তখন আমি বললাম, আপনি যে এরূপ করেন? তিনি বললেনঃ আমার দুই পা আমার ভার বহন করতে পারে না। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بن عُمَرَ أَنَّهُ كَانَ يَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، يَتَرَبَّعُ فِي الصَّلاَةِ إِذَا جَلَسَ ، فَفَعَلْتُهُ وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ ، فَنَهَانِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ، وَقَالَ : « إِنَّمَا سُنَّةُ الصَّلاَةِ أَنْ تَنْصِبَ رِجْلَكَ اليُمْنَى وَتَثْنِيَ اليُسْرَى » ، فَقُلْتُ : إِنَّكَ تَفْعَلُ ذَلِكَ ، فَقَالَ : إِنَّ رِجْلَاىَ لاَ تَحْمِلاَنِي. (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা)-এর এক পুত্রের নাম ছিল আবদুল্লাহ্। উপরে তার ঘটনাই বিবৃত হয়েছে। হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা) কে আল্লাহ্ দীর্ঘজীবী করেছিলেন। তিনি চুরাশি অন্য বর্ণনা অনুযায়ী ছিয়াশী বছর বয়স পেয়েছিলেন। তাঁর জীবনের শেষ প্রান্তে তিনি অতিশয় দুর্বল হয়ে পড়ায় সালাতে সুন্নাত তরীকায় বসতে পারতেন না। এ কারণে তিনি উযরবশতঃ চারজানু হয়ে বসতেন। (বলা হয় সে, তার পায়ে বিশেষ কোন কষ্ট হচ্ছিল, তাই তিনি সুন্নাত তরীকায় বসতে অপরাগ ছিলেন।) বলাবাহুল্য আবদুল্লাহ্ ইবনে উমর (রা)-এর পুত্র আবদুল্লাহ্ তাঁর পিতার অনুকরণে চারজানু হয়ে বসেন অথচ তখনও তিনি বৃদ্ধ হননি বরং এক নবীন যুবক ছিলেন। হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা) তাঁকে এরূপ করতে নিষেধ করেন এবং বলেন, সালাতে বসার সুন্নাত তরীকা হলো ডান পা খাড়া করে বাম পায়ের উপর বসা। নিজের সম্পর্কে বলেন, তিনি উযরবশত চারজানু হয়ে বসেন এবং আরো বলেন, আমার দুই পা আমার শরীরের ভার বহন করতে পারে না।
হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা) এর সর্বশেষ কথা ছিল এই যে, "আমার দুই পা আমার শরীরের ভার বহন করতে পারে না"। একথা দ্বারা পরিষ্কার বুঝা যায় যে, তার মতে বেঠকের সুন্নাত তরীকা ছিল এরূপ যাতে মানুষ তার শরীরের ভার দুই পায়ের উপর রাখতে পারে। একেই বলা হয় ইফতিরাশ। আমরা এর উপরই আমল করে থাকি।
সালাত আদায়ের নিয়ম সম্বলিত যে হাদীস হযরত আবূ হুমায়দ সাঈদী (রা) কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছে তার শেষাংশে রাসূলুল্লাহ ﷺ এর শেষ বৈঠকে একাধিক পদ্ধতিতে বসার বিষয় বর্ণিত হয়েছে যা 'তাওয়াররুক' নামে অভিহিত। এ বিষয়ে প্রাজ্ঞ ভাষ্যকারগণের বিভিন্ন দৃষ্টিভঙ্গি পূর্বে আলোচনা করা হয়েছে।
হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা) এর সর্বশেষ কথা ছিল এই যে, "আমার দুই পা আমার শরীরের ভার বহন করতে পারে না"। একথা দ্বারা পরিষ্কার বুঝা যায় যে, তার মতে বেঠকের সুন্নাত তরীকা ছিল এরূপ যাতে মানুষ তার শরীরের ভার দুই পায়ের উপর রাখতে পারে। একেই বলা হয় ইফতিরাশ। আমরা এর উপরই আমল করে থাকি।
সালাত আদায়ের নিয়ম সম্বলিত যে হাদীস হযরত আবূ হুমায়দ সাঈদী (রা) কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছে তার শেষাংশে রাসূলুল্লাহ ﷺ এর শেষ বৈঠকে একাধিক পদ্ধতিতে বসার বিষয় বর্ণিত হয়েছে যা 'তাওয়াররুক' নামে অভিহিত। এ বিষয়ে প্রাজ্ঞ ভাষ্যকারগণের বিভিন্ন দৃষ্টিভঙ্গি পূর্বে আলোচনা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)