মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৬০
সলাত অধ্যায়
সালাতের কিয়াম ও বৈঠক
১৬০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ যখন 'সামি'আল্লাহু লিমান হামিদাহ' বলতেন তখন সোজা হয়ে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে, আমরা মনে করতাম, হয়ত তাঁর সাহু (ভুল) হয়ে গিয়েছে। অতঃপর তিনি সিজদা করতেন এবং দুই সিজদার মাঝখানে এত দীর্ঘ সময় বসে থাকতেন যে, আমরা মনে করতাম, তিনি হয়ত ভুলে গেছেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَنَسٍ ، قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَالَ : « سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ » قَامَ ، حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ ، ثُمَّ يَسْجُدُ وَيَقْعُدُ بَيْنَ السَّجْدَتَيْنِ حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ.
(رواه مسلم)
(رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আনাস (রা) বর্ণিত আলোচ্য হাদীস থেকে জানা যায় যে, কখনো কখনো এত দীর্ঘ কিয়াম ও বৈঠক করতেন যাতে নবী কারীম ﷺ সাহাবা কিরাম নবী কারীম ﷺ এর ভুল হয়ে গেছে বলে সন্দেহ করতেন।
আরো জানা যায় যে, এরূপ হতো খুবই কদাচিৎ, তাঁর সাধারণ অভ্যাস এরূপ ছিলনা। কেননা প্রত্যহ যদি এরূপ হতো তাহলে ভুলের সন্দেহ হতো না।
রুকৃ ও সিজদার ন্যায় কিয়াম ও বৈঠকে রাসূলুল্লাহ ﷺ থেকে যে সব দু'আ বর্ণিত হয়েছে তা নিঃসন্দেহে অত্যন্ত বরকতময় ও মকবুল দু'আ। তবে সালাত আদায়কারী যদি ইমাম হয়, তবে সে যেন নবী কারীম ﷺ এর ঐ বাণীর প্রতি লক্ষ্য রাখে যে, ইমামের এমন কোন কাজ করা সমীচীন নয় যাতে মুক্তাদী কষ্ট হয়।
আরো জানা যায় যে, এরূপ হতো খুবই কদাচিৎ, তাঁর সাধারণ অভ্যাস এরূপ ছিলনা। কেননা প্রত্যহ যদি এরূপ হতো তাহলে ভুলের সন্দেহ হতো না।
রুকৃ ও সিজদার ন্যায় কিয়াম ও বৈঠকে রাসূলুল্লাহ ﷺ থেকে যে সব দু'আ বর্ণিত হয়েছে তা নিঃসন্দেহে অত্যন্ত বরকতময় ও মকবুল দু'আ। তবে সালাত আদায়কারী যদি ইমাম হয়, তবে সে যেন নবী কারীম ﷺ এর ঐ বাণীর প্রতি লক্ষ্য রাখে যে, ইমামের এমন কোন কাজ করা সমীচীন নয় যাতে মুক্তাদী কষ্ট হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)