মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৫৯
সলাত অধ্যায়
সালাতের কিয়াম ও বৈঠক
১৫৯. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ দুই সিজদার মাঝখানে বলতেন: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي ("আল্লাহুম্মামাগফির লী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়ারযুকনী।")
হে আল্লাহ্! আমাকে ক্ষমা কর, আমাকে দয়া কর, আমাকে হিদায়াত দান কর এবং আমাকে রিযক দাও।" (আবূ দাউদ ও তিরমিযী)
হে আল্লাহ্! আমাকে ক্ষমা কর, আমাকে দয়া কর, আমাকে হিদায়াত দান কর এবং আমাকে রিযক দাও।" (আবূ দাউদ ও তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ : « اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَعَافِنِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي »