মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৪৫
সলাত অধ্যায়
রুকু ও সিজদায় কী পাঠ করবে?
১৪৫. হযরত উকবা ইবনে আমির (রা) থেকে বর্ণিত যে, 'ফা সাব্বিহ্ বিসমি রাব্বিকাল আযীম' আয়াত অবতীর্ণ হলে রাসূলুল্লাহ ﷺ বললেন: একে তোমরা রুকূর মধ্যে অন্তর্ভুক্ত কর। তারপর 'সাব্বিহিসমা রাব্বিকাল আলা' আয়াত অবতীর্ণ হলে রাসূলুল্লাহ ﷺ বললেন: তোমরা একে তোমাদের সিজদায় স্থান দাও। (আবূ দাউদ, ইবনে মাজাহ ও দারেমী)
کتاب الصلوٰۃ
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ، قَالَ : لَمَّا نَزَلَتْ : {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ} ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ » ، فَلَمَّا نَزَلَتْ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى} ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ » (رواه ابوداؤد وابن ماجه والدارمى)
হাদীসের ব্যাখ্যা:
উল্লিখিত হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ ﷺ রুকূতে 'সুবহানা রাব্বিয়াল আযীম' এবং সিজদায় 'সুবহানা রাব্বিয়াল আলা' পাঠ করার ব্যাপারে উম্মাতকে দিক নির্দেশনা দিয়েছেন এবং তাঁর নিজের আমল এ এরূপই ছিল। অন্যান্য হাদীসে রুকু-সিজদারত অবস্থায় তাসবীহ্'র এ শব্দগুচ্ছের স্থলে অন্যান্য দু'আ ও তাসবীহ্ পাঠ করার বিষয়ও রাসূলুল্লাহ ﷺ থেকে প্রমাণ রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)