মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৪৪
সলাত অধ্যায়
ভালভাবে রুকু ও সিজদা আদায় করার গুরুত্ব
১৪৪. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমি সাতটি অঙ্গ দিয়ে সিজদা করতে আদিষ্ট হয়েছি। আর তা হচ্ছে কপাল, দুই হাত, দুই হাঁটু ও দুই পায়ের অগ্রভাগ, আর কাপড় ও চুল যেন না সামলাই। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الجَبْهَةِ ، وَاليَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ ، وَأَطْرَافِ القَدَمَيْنِ وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে যে সাতটি অঙ্গের উল্লেখ রয়েছে তা সিজদার অঙ্গ বলে খ্যাত। সিজদায় এসব অঙ্গ যমীনে লাগানো চাই। কিছু সংখ্যক লোক সিজদায় যেয়ে নিজ কাপড় ও চুল যাতে ধূলি মলিন না হয় সেজন্য চেষ্টা করে। একাজ সিজদার উদ্দেশ্য ও প্রাণ বিরোধী। তাই হাদীসে এ বিষয়ে নিষেধ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান