মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৪৩
সলাত অধ্যায়
ভালভাবে রুকু ও সিজদা আদায় করার গুরুত্ব
১৪৩. হযরত ওয়ায়িল ইবনে হুজর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ ﷺ কে দেখেছি- তিনি যখন সিজদা করতেন তখন হাতের তালু যমীনে রাখার পূর্বে হাঁটু রাখতেন এবং যখন সিজদা থেকে উঠতেন তখন হাঁটুর পূর্বে হাত উঠাতেন। (আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ)
کتاب الصلوٰۃ
عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ : « رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ وَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ ، وَإِذَا نَهَضَ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ » (رواه ابوداؤد والترمذى والنسائى وابن ماجه)
tahqiqতাহকীক:তাহকীক চলমান