মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৪২
সলাত অধ্যায়
ভালভাবে রুকু ও সিজদা আদায় করার গুরুত্ব
১৪২. হযরত আবদুল্লাহ্ ইবনে মালিক ইবনে বুহাইনা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম ﷺ যখন সিজদা আদায় করতেন, তখন তাঁর উভয় হাত পাঁজর থেকে এতখানি পৃথক রাখতেন যে, তাঁর বগলের শুভ্রতা প্রকাশ পেত। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَجَدَ فَرَّجَ بَيْنَ يَدَيْهِ ، حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ. (رواه البخارى ومسلم)