মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৪১
সলাত অধ্যায়
ভালভাবে রুকু ও সিজদা আদায় করার গুরুত্ব
১৪১. হযরত বারা ইবনে আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তুমি যখন সিজদা করবে, তখন তোমার দুই হাতের তালু যমীনে রাখবে এবং দুই কনুই যমীন থেকে উঠিয়ে রাখবে। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا سَجَدْتَ ، فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ » (رواه مسلم)