মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৩৪
সলাত অধ্যায়
সূরা ফাতিহা পাঠ শেষে 'আমীন' বলা

সূরা ফাতিহা পাঠ করা প্রত্যেকে সালাতের প্রত্যেক রাক'আতের ক্ষেত্রেই জরুরী। কেননা তার প্রথম তিন আয়াতে আল্লাহর পশংসা ও গুণকীর্তন, চতুর্থ আয়াতে তাওহীদের স্বীকারোক্তি ও দু'আ এবং তার পরবর্তী তিন আয়াতে আল্লাহর কাছে সৎপথে প্রাপ্তির আবেদন করে সূরা সমাপ্ত হয়। রাসূলুল্লাহ ﷺ এই সূরা পাঠ সমাপনান্তে 'আমীন' পাঠের নির্দেশ দিয়েছেন। এমনকি যখন কেউ ইমামের পেছনে সালাত আদায় করে এবং ইমাম সূরা ফাতিহা পাঠ শেষে 'আমীন' বলেন তখন মুক্তাদীকেও তার সাথে 'আমীন' বলার নির্দেশ দেওয়া হয়েছে। এ মর্মে রাসূলুল্লাহ ﷺ বলেছেন: মুসল্লীদের 'আমীন' বলার সাথে সাথে ফিরিশতারাও 'আমীন' বলে থাকেন।
১৩৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ইমাম যখন 'আমীন' বলবে তোমরাও তখন 'আমীন' বলবে। কেননা যে ব্যক্তি ফিরিশতাদের 'আমীন' বলার সাথে একই সময় 'আমীন' বলবে, তার পূর্ববর্তী পাপ ক্ষমা করে দেওয়া হবে। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِذَا أَمَّنَ الْإِمَامُ فَأَمِّنُوا ، فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلَائِكَةِ ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ » (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

কারো 'আমীন' বলা ফিরিশতাদের আমীনের অনুরূপ হওয়ার ভাষ্যকারগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে আমীন ফিরিশতাদের সাথেই বলতে হবে, আগেও নয় পরেও নয়। আর ফিরিশতাদের আমীন বলার সময় হচ্ছে তখনই যখন ইমাম আমীন বলেন। উপরিউক্ত ব্যাখ্যার ভিত্তিতে রাসূলুল্লাহ ﷺ-এর বাণীর সারমর্ম হচ্ছে এই যে, ইমাম যখন সূরা ফাতিহা পাঠ শেষে 'আমীন' বলেন, তখন মুক্তাদীদেরও তাঁর সাথে 'আমীন' বলা উচিত। কেননা আল্লাহর ফিরিশতাগণও ঐ সময় 'আমীন' বলে থাকেন। আর আল্লাহ্ তা'আলার সিদ্ধান্ত হচ্ছে এই যে, মুক্তাদী যখন ফিরিশতাদের সাথে 'আমীন' বলে, তখন আল্লাহ্ তাদের পূর্ববর্তীকৃত পাপসমূহ ক্ষমা করে দেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান