মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৩২
সলাত অধ্যায়
জুমু'আ ও দুই ঈদের সালাতে রাসূলুল্লাহ ﷺ-এর কিরা'আত
১৩২. হযরত নু'মান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ উভয় ঈদের ও জুমু'আর সালাতে সূরা গাশিয়া ও সূরা আ'লা পাঠ করতেন। বর্ণনাকারী বলেন, ঈদ ও জুমু'আ একই দিনে একত্র হলে উক্ত সূরা দু'টি তিনি উভয় সালাতে পাঠ করতেন। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ، قَالَ : « كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ ، وَفِي الْجُمُعَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ » ، قَالَ : « وَإِذَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ ، فِي يَوْمٍ وَاحِدٍ ، يَقْرَأُ بِهِمَا أَيْضًا فِي الصَّلَاتَيْنِ » . (رواه مسلم)