মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৩১
সলাত অধ্যায়
জুমু'আ ও দুই ঈদের সালাতে রাসূলুল্লাহ ﷺ এর কিরা'আত
১৩১. হযরত উবায়দুল্লাহ্ ইবনে আবু রাফি' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মারওয়ান আবু হুরায়রা (রা) কে মদীনায় তাঁর স্থলাভিষিক্ত করে মক্কায় চলে যান। সে মতে আবূ হুরায়রা (রা) আমাদের নিয়ে জুমু'আর সালাত আদায় করেন। তিনি প্রথম রাক'আতে সূরা জুমু'আ এবং দ্বিতীয় রাক'আতে সূরা মুনাফিকূন পাঠ করেন। তারপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে জুমু'আর দিন এ সূরা দু'টি পাঠ করতে শুনেছি। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ ، قَالَ : اسْتَخْلَفَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ عَلَى الْمَدِينَةِ ، وَخَرَجَ إِلَى مَكَّةَ ، فَصَلَّى لَنَا أَبُو هُرَيْرَةَ الْجُمُعَةَ ، فَقَرَأَ سُورَةِ الْجُمُعَةِ ، فِي السَّجْدَةِ الْأُولَى وَفِي الْآخِرَةِ : إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ فَقَالَ : « سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقْرَأُ بِهِمَا يَوْمَ الْجُمُعَةِ » . (رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান