মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১১৯
সলাত অধ্যায়
ফজরের সালাতে রাসূলুল্লাহ ﷺ এর কিরা'আত
১১৯. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ কখনো কখনো ফজরের দুই রাক'আতে সূরা বাকারা قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا الخ এবং সূরা আলে ইমরানে قُلْ يَاأَهْلَ الْكِتَابِ تَعَالَوْا الخ পাঠ করতেন। (মুসলিম)।
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي رَكْعَتَيِ الْفَجْرِ : {قُولُوا آمَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا} ، وَالَّتِي فِي آلِ عِمْرَانَ : {قُلْ يَاَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ}. (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ ফজরের সালাতে যে সব কিরা'আত পাঠ করতেন সে ব্যাপারে উল্লিখিত হাদীসসমূহে যে সব বর্ণনা এসেছে এবং এছাড়াও হাদীস গ্রন্থসমূহে যে সকল রিওয়ায়াত পাওয়া যায় সে সবকে সামনে রাখলে মনে হয় যে, তিনি অন্যান্য সালাতের তুলনায় ফজরের সালাতে দীর্ঘ কিরা'আত পাঠ করতেন। কিন্তু কখনো কখনো তিনি ফজরের সালাতে সূরা কাফিরূন ও সূরা ইখলাস, আবার কখনো সূরা ফালাক ও নাস এর ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র সূরাও পাঠ করতেন। এভাবে আলোচ্য হাদীসসমূহ থেকে এও জানা যায় যে, তিনি সাধারণত প্রত্যেক রাক'আতে পৃথক পৃথক সূরা পাঠ করতেন। কিন্তু কখনো কখনো এরূপ হতো যে, কোন সূরা থেকে কয়েকটি আয়াত পাঠ করে নিতেন। এমনিভাবে কখনো এরূপও হতো যে, তিনি দুই রাক'আতে একই সূরা পাঠ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)