মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১১৮
সলাত অধ্যায়
ফজরের সালাতে রাসূলুল্লাহ ﷺ এর কিরা'আত
১১৮. হযরত মু'আয ইবনে আবদুল্লাহ্ জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন : জুহাইনা গোত্রের জনৈক লোক তাঁকে জানিয়েছেন যে, তিনি রাসূলুল্লাহ ﷺ কে ফজরের উভয় রাক'আতে সূরা যিলযাল পাঠ করতে শুনেছেন। তবে (তিনি আরো বলেন) রাসূলুল্লাহ ﷺ ভুলে এরূপ করেছিলেন না স্বেচ্ছায় এরূপ করেছিলেন তা আমি বলতে পারি না। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ قَالَ : أَنَّ رَجُلًا ، مِنْ جُهَيْنَةَ أَخْبَرَهُ ، أَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « قَرَأَ فِي الصُّبْحِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا » فَلَا أَدْرِي أَنَسِيَ أَمْ قَرَأَ ذَلِكَ عَمْدًا. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ ﷺ তাঁর সাধারণ অভ্যাস অনুযায়ী দুই রাক'আতে পৃথক পৃথক দু'টি সূরা পাঠ করতেন। তাই যখন তিনি একবার উভয় রাক'আতে সূরা যিলযাল পাঠ করেন তখন সাহাবীর সন্দেহ হয় যে, তিনি ভুলে এরূপ করেছেন, না এরূপ করাও জায়িয আছে, একথা লোকদের অবহিত করার জন্য স্বেচ্ছায় এরূপ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)