মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১১২
সলাত অধ্যায়
সালাতে কিরা'আত পাঠ
১১২. হযরত উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত আদায় হয় না। (বুখারী ও মুসলিম)
তবে মুসলিম শরীফের এক বর্ণনায় আছে, যে ব্যক্তি সূরা ফাতিহা এবং তার সাথে কিছু পাঠ করে না তার সালাত আদায় হয় না।
کتاب الصلوٰۃ
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ » (رواه البخارى ومسلم وفى رواية لمسلم لمن لم يقرء بام القران فصاعدا)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে পরিষ্কার জানা গেল যে, সালাতে সূরা ফাতিহা পাঠ আবশ্যিক অঙ্গ। এরপর কুরআন মাজীদের অন্য কোন সূরা কিংবা আয়াত পাঠ করাও জরুরী। তবে এতে ব্যাপক স্বাধীনতা রয়েছে, কারণ যেখান থেকে ইচ্ছা তা পাঠ করা যেতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান