মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১০২
সলাত অধ্যায়
মুক্তাদীর প্রতি নির্দেশক
১০২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা ইমামের থেকে আগে বেড়ে যেও না (বরং তার অনুগামী হবে) সে তাকবীর বললে তোমরাও তাকবীর বলবে। সে 'ওয়ালাদ্দাল্লীন' বললে তোমরা 'আমীন' বলবে। সে রুকূ করলে তোমরা রুকূ করবে। সে 'সামি আল্লাহু লিমান হামিদা' বললে তোমরা 'আল্লাহুম্মা রাব্বান্না লাকাল হামদ' বলবে। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَة قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تُبَادِرُوا الْإِمَامَ إِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا قَالَ : وَلَا الضَّالِّينَ فَقُولُوا : آمِينَ ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا ، وَإِذَا قَالَ : سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ ، فَقُولُوا : اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ "
হাদীসের ব্যাখ্যা:
সালাতের সকল কাজে ইমামের অনুসরণে মুক্তাদী পশ্চাদ্বর্তী থাকবে এবং কোন কাজে ইমামের অগ্রবর্তী হবে না।
মুসনাদে বাযযারে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি ইমামের পূর্বে সিজদা থেকে মাথা উঠায়, তার ললাট প্রকারান্তরে শয়তানের হাতে থাকে এবং শয়তানই তাকে এরূপ করায়। হযরত আবু হুরায়রা (রা) সূত্রে বুখারী ও মুসলিমে এও বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি ইমামের পূর্বে রুকু অথবা সিজদা থেকে মাথা উঠায় তার জন্য এ আশংকা রয়েছে যে, তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করা হবে। আল্লাহ্ তা'আলা পানাহ দিন।
মুসনাদে বাযযারে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি ইমামের পূর্বে সিজদা থেকে মাথা উঠায়, তার ললাট প্রকারান্তরে শয়তানের হাতে থাকে এবং শয়তানই তাকে এরূপ করায়। হযরত আবু হুরায়রা (রা) সূত্রে বুখারী ও মুসলিমে এও বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি ইমামের পূর্বে রুকু অথবা সিজদা থেকে মাথা উঠায় তার জন্য এ আশংকা রয়েছে যে, তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করা হবে। আল্লাহ্ তা'আলা পানাহ দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)