মা'আরিফুল হাদীস

সালাত অধ্যায়

হাদীস নং: ৯৩
সালাত অধ্যায়
কাতার সোজা করার গুরুত্ব এবং তাকিদ
৯৩. হযরত ওয়াবিসা ইবনে মা'বাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ এক ব্যক্তিকে কাতারের পেছনে একাকী সালাত আদায় করতে দেখেন। তখন তিনি তাকে পুনর্বার সালাত আদায়ের নির্দেশ দেন। (আহমাদ, তিরমিযী ও আবু দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ وَابِصَةَ، «أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم رَأَى ‌رَجُلًا ‌يُصَلِّي ‌خَلْفَ ‌الصَّفِّ ‌وَحْدَهُ ‌فَأَمَرَهُ أَنْ يُعِيدَ»،- رواه الترمذي و أبوداؤد

হাদীসের ব্যাখ্যা:

কাতারের পেছনে একাকী দাঁড়িয়ে সালাত আদায় করা কোন অবস্থায়ই জামা'আত ও সামষ্টিক সালাতের জন্য শোভন নয়। এজন্য শরী'আতে তা মাকরূহ এবং অপসন্দনীয় যে রাসূলুল্লাহ ﷺ ঐ ব্যক্তিকে পুনর্বার সালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন।

জ্ঞাতব্যঃ কোন ব্যক্তি যদি এসে দেখতে পায় যে, মসজিদে তার সামনের কাতার পুরা হয়ে গেছে এবং তার সাথে দাঁড়ানোর জন্য যদি কোন লোক না থাকে তবে একজন অভিজ্ঞ মুসল্লীকে পেছনে টেনে এনে দু'জনে একত্রে দাঁড়াবে। তবে শর্ত হলো, ঐ ব্যক্তি যেন সহজেই পেছনে চলে আসে। এরূপ লোক না পাওয়া গেলে একাকী দাঁড়িয়ে যাবে এবং এ অবস্থাটি আল্লাহর কাছে উযর হিসেবে গণ্য হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান