মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৯২
সলাত অধ্যায়
মুক্তাদী একজন কিংবা দু'জন হলে কিভাবে দাঁড়াবে?
৯২. হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, একবার রাসূলুল্লাহ ﷺ সালাতে দাঁড়ালেন। ইতোমধ্যে আমি তাঁর কাছে গেলাম এবং তাঁর বাম পাশে দাঁড়ালাম। এরপর তিনি আমার হাত ধরে নিয়ে আমাকে তাঁর পিছন দিয়ে নিয়ে এসে ডানে দাঁড় করান। তারপর জাব্বার ইবনে সাখর আসেন এবং রাসূলুল্লাহ ﷺ-এর বামপাশে দাঁড়িয়ে যান। এমতাবস্থায় তিনি আমাদের উভয়ের হাত ধরে পিছনে দাঁড় করান। (মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ جَابِرٍ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّىْ فَجِئْتُ حَتَّى قُمْتُ عَنْ يَسَارِهِ فَأَخَذَ بِيَدِي فَأَدَارَنِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ ، ثُمَّ جَاءَ جَبَّارُ بْنُ صَخْرٍ فَقَامَ عَنْ يَسَارِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَخَذَ بِيَدَيْنَا جَمِيعًا ، فَدَفَعَنَا حَتَّى أَقَامَنَا خَلْفَهُ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা যায় যে, ইমামের সাথে যদি কেবলমাত্র একজন মুক্তাদী থাকে, তবে সে ইমামের ডান পাশে দাঁড়াবে। যদি সে ভুলবশতঃ বামদিকে দাঁড়ায়, তবে ইমাম তাকে ডান দিকে এনে দাঁড় করিয়ে দিবেন। তারপর যদি আরও একজন এসে যোগ দেয়, তবে ইমামকে আগে যেয়ে তাদেরকে পিছনের সারিতে দাঁড় করিয়ে দিতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান