মা'আরিফুল হাদীস
সালাত অধ্যায়
হাদীস নং: ৮৮
সালাত অধ্যায়
সর্বাগ্রে প্রথম কাতার পুরা করা
৮৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা প্রথম কাতার পুরা কর, তারপর এর পরের সারি। যদি কোন কমতি থাকে তাহলে সেটা হবে শেষ সারিতে। (আবু দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « أَتِمُّوا الصَّفَّ الْمُقَدَّمَ ، ثُمَّ الَّذِي يَلِيهِ ، فَمَا كَانَ مِنْ نَقْصٍ فَلْيَكُنْ فِي الصَّفِّ الْمُؤَخَّرِ » (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
মুসল্লীরা যখন সালাতে দাঁড়ায় প্রথমে তাদের প্রথম কাতার, তারপর পর্যায়ক্রমে খালি স্থান থাকা পর্যন্ত কাতারসমূহ পুরা করে নিবে। যতক্ষণ পর্যন্ত সামনের সারিতে ফাঁকা জায়গা থাকবে ততক্ষণে পেছনে দাঁড়াবে না। এর ফল এই দাঁড়াবে যে, প্রথম সারিগুলো পূরা হয়ে যাবে, কমতি শুধু শেষ সারিতে থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)