মা'আরিফুল হাদীস
সালাত অধ্যায়
হাদীস নং: ৮৭
সালাত অধ্যায়
কাতার সোজা করার গুরুত্ব এবং তাকিদ
৮৭. হযরত নু'মান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: রাসূলুল্লাহ ﷺ যখন আমাদের নিয়ে সালাতে দাঁড়াতেন তখন আমাদের কাতারগুলো সোজা ও সমান করে নিতেন। এরপর আমরা সোজা হয়ে দাঁড়ালে তিনি (সালাতের) তাকবীর বলতেন। (আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنِ النُّعْمَانِ بْنَ بَشِيرٍ ، قَالَ : « كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَوِّي صُفُوفَنَا إِذَا قُمْنَا لِلصَّلَاةِ فَإِذَا اسْتَوَيْنَا كَبَّرَ » (رواه ابوداؤد)