মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৭৯
সলাত অধ্যায়
জামা'আতের নিয়‍্যাতের মধ্যে জামা'আতের পূর্ণ সাওয়াব নিহিত
৭৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে কেউ উত্তমরূপে (পূরো পাবন্দিসহ) উযূ করে, তারপর মসজিদে গিয়ে দেখে লোকেরা (জামা'আতের সাথে) সালাত আদায় করে নিয়েছে, আল্লাহ্ তা'আলা এ ব্যক্তিকে জামা'আতে অংশগ্রহণকারীদের অনুরূপ সাওয়াব দিবেন। কিন্তু এতে তাদের সাওয়াব বিন্দুমাত্র কম হবে না। (আবূ দাউদ ও নাসায়ী)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ ، ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا اَعْطَاهُ اللَّهُ مِثْلَ أَجْرِ مَنْ صَلَّاهَا وَحَضَرَهَا ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا » (رواه ابوداؤد والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের মর্ম হচ্ছে এই যে, ব্যক্তি জামা'আতে সালাত আদায়ে অভ্যস্ত এবং সতর্ক, সে যদি উত্তমরূপে উযূ করে নিজ অভ্যাস মত জামা'আতে সালাত আদায়ের উদ্দেশ্য মসজিদে গিয়ে দেখে যে, জামা'আত হয়ে গেছে, আল্লাহ্ তাকে তার বিশুদ্ধ নিয়্যাতের কারণে জামা'আতের পূর্ণ সাওয়াব দিবেন। কারণ একথা পরিষ্কার যে, উক্ত ব্যক্তির অলসতা কিংবা অমনোযোগীভাব ইত্যাদির কারণে জামা'আত হারায় নি বরং সময় জ্ঞানে ভুল হওয়ায় বা অনুরূপ কোন কারণে জামা'আত থেকে বঞ্চিত হয়েছে, যাতে তার কোন ত্রুটি ছিল না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান