মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৭৮
সলাত অধ্যায়
জামা'আতে সালাত আদায়ের ফযীলত ও বরকত
৭৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য একাধারে চল্লিশ দিন তাকবীরে উলার (প্রথম তাকবীর) সাথে জামা'আতে সালাত আদায় করতে পারল তাকে দু'টি মুক্তির সনদ দেওয়া হয়- জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকী থেকে নিষ্কৃতি। (তিরমিযী)
کتاب الصلوٰۃ
عَنْ أَنَسِ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَ لَهُ بَرَاءَتَانِ : بَرَاءَةٌ مِنَ النَّارِ ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

একাধারে চল্লিশ দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করা আল্লাহর নিকট একটি প্রিয় কাজ এবং বান্দা তার একাজের মাধ্যমে এ কথারই প্রমাণ দেয় যে, তার অন্তর নিফাকমুক্ত এবং এ এমনই একটি কাজ যার দ্বারা বান্দা জান্নাত লাভ করবে, কখনো জাহান্নামের আগুনের শিকার হবেনা। কাজেই কোন লোক যদি আন্তরিকতার সাথে দৃঢ়সংকল্প করে এবং সাহস রাখে, তবে আল্লাহর তাওফীকের আশা করা যায়। এটা কোন কঠিন কাজ নয়। এ হাদীস থেকে এও জানা যায় যে, ধারাবাহিক চল্লিশ দিন ভাল কাজ করার মধ্যে বিশেষ কার্যকারিতা নিহিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান