মা'আরিফুল হাদীস
সালাত অধ্যায়
হাদীস নং: ৫৬
সালাত অধ্যায়
মসজিদের মাহাত্ম্য, গুরুত্ব, আদব ও হক
৫৬. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যারা অন্ধকারে মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে গমন করে, তাদেরকে কিয়ামতের দিন পূর্ণজ্যোতি প্রাপ্তির সুসংবাদ দাও। (তিরমিযী ও আবূ দাউদ)
کتاب الصلوٰۃ
عَنْ بُرَيْدَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ » (رواه الترمذى وابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
রাতের ঘোর অন্ধকার উপেক্ষা করে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করা নিঃসন্দেহে কষ্টসাধ্য কাজ এবং আল্লাহর সাথে গভীর সম্পর্কের অকাট্য দলীল। এ ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন লোকদেরকে আল্লাহ্ তা'আলা তাঁর রাসূলের যবানীতে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ্ তা'আলা বান্দার এহেন কাজের পুরস্কার স্বরূপ কিয়ামতের দিন পূর্ণ জ্যোতি দান করবেন।
فَبشْرِى لَهُمْ وَطُوْبِي لَهُمْ "তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং সন্তোষ।"
فَبشْرِى لَهُمْ وَطُوْبِي لَهُمْ "তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং সন্তোষ।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)