মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৫৫
সলাত অধ্যায়
মসজিদের মাহাত্ম্য, গুরুত্ব, আদব ও হক
৫৫. হযরত উসমান ইবনে মাযউন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আমাদেরকে বৈরাগ্য অবলম্বনের অনুমতি দিন। রাসূলুল্লাহ ﷺ বললেন: আমার উম্মাতের বৈরাগ্য হচ্ছে সালাতের অপেক্ষায় মসজিদে বসে থাকা। (শারহুস্ সুন্নাহ)
کتاب الصلوٰۃ
عَنْ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، ائْذَنْ لَنَا فِي التَّرَهُّبِ ، فَقَالَ : « إِنَّ تَرَهُّبَ أُمَّتِي الْجُلُوسُ فِي الْمَسَاجِدِ انْتِظَارَ الصَّلاةِ » (رواه فى شرح السنة)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ-এর কোন কোন সাহাবীর মধ্যে দুনিয়া ত্যাগের ও বৈরাগ্যের জীবন অবলম্বনের অনুভূতি জেগেছিল। এই হাদীসে তাঁদের সেই প্রশ্নই স্থান পেয়েছে। আলোচ্য হাদীসের বর্ণনাকারী হযরত উসমান ইবনে মাযউন (রা) ছিলেন এ ব্যাপারে বিশেষ আগ্রহী। একদা তিনি এমনই কিছু বিষয় রাসূলুল্লাহ ﷺ এর সামনে পেশ করেন। তার বক্তব্যের শেষ কথা ছিল এই যে, আমি আপনার কাছে বৈরাগ্যের জীবন যাপনের অনুমতি প্রার্থনা করছি। কাজেই আপনি অনুমতি দিন যাতে আমি দুনিয়া ত্যাগী হতে পারি। রাসূলুল্লাহ ﷺ এ পর্যায়ে যে উত্তর দেন তার মর্ম হল এই যে, যে আধ্যাত্মিক এবং পারলৌকিক উদ্দেশ্যে হাসিলের পূর্ববর্তী উম্মাতের জন্য বৈরাগ্য ছিল, আল্লাহ্ তা'আলা তা আমার উম্মাতের মসজিদে সালাতের জন্য প্রতীক্ষাকারীকে তা দান করবেন এবং এ-ই হচ্ছে আমার উম্মাতের বৈরাগ্য। প্রকৃতপক্ষে, সালাতের জন্য মসজিদে প্রতীক্ষা করা এক ধরনের ইতি'কাফ। আফসোস! আমরা যদি এর মূল্য অনুধাবন করতাম!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান