মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ৫৪
সলাত অধ্যায়
মসজিদের মাহাত্ম্য, গুরুত্ব, আদব ও হক
৫৪. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: কোন ব্যক্তির জামা'আতে সালাত আদায়ের সাওয়াব তার নিজের ঘরে কিংবা বাজারে আদায়কৃত সালাতের সাওয়াব থেকে পঁচিশ গুণ বাড়িয়ে দেওয়া হয়। এর কারণ এই যে, সে যখন উত্তমরূপে উযূ করেন, তারপর একমাত্র সালাতের উদ্দেশ্যে মসজিদে রওয়ানা হয়, তখন তার প্রতি পদক্ষেপের বিনিময়ে একটি করে মর্তবা বৃদ্ধি করা হয় এবং একটি পাপ ক্ষমা করা হয়। সালাত আদায়ের পর সে যতক্ষণ নিজ সালাতের স্থানে থাকে, ফিরিশতাগণ তার জন্য এই বলে দু'আ করেন-"হে আল্লাহ্! তুমি তার উপর রহমত বর্ষণ কর এবং তার প্রতি দয়া কর।" তোমাদের কেউ যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত সে সালাতরত বলে গণ্য হয়। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِى هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " صَلاَةُ الرَّجُلِ فِي الجَمَاعَةِ تُضَعَّفُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ ، وَفِي سُوقِهِ ، خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا ، وَذَلِكَ أَنَّهُ : إِذَا تَوَضَّأَ ، فَأَحْسَنَ الوُضُوءَ ، ثُمَّ خَرَجَ إِلَى المَسْجِدِ ، لاَ يُخْرِجُهُ إِلَّا الصَّلاَةُ ، لَمْ يَخْطُ خَطْوَةً ، إِلَّا رُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ ، فَإِذَا صَلَّى ، لَمْ تَزَلِ المَلاَئِكَةُ تُصَلِّي عَلَيْهِ ، مَا دَامَ فِي مُصَلَّاهُ : اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ ، اللَّهُمَّ ارْحَمْهُ ، وَلاَ يَزَالُ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا انْتَظَرَ الصَّلاَةَ " (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

নিজ বাড়ীতে কিংবা বাজারে সালাত আদায়ের চাইতে জামা'আতের সাথে সালাত আদায়ে পঁচিশ গুণ সাওয়াব রয়েছে এবং মসজিদের দিকে প্রতি পদক্ষেপে একটি করে সাওয়াব দান এবং একটি করে পাপমোচন করা হয়। এ কতই না মূল্যবান অথচ কত সস্তা সম্পদ। এতদ্ব্যতীত রয়েছে ফিরিশতাকুলের দু'আ- ‌اللَّهُمَّ ‌صَلِّ ‌عَلَيْهِ، ‌اللَّهُمَّ ارْحَمْهُ "হে আল্লাহ্! তুমি তার প্রতি রহমত বর্ষণ কর এবং তার প্রতি দয়া কর।" এই রিওয়ায়াতের শেষাংশে নিম্নোক্তও বর্ণিত হয়েছে- مَالَمْ يُؤْذِنِيهِ مَا لَمْ يُحْدِثُ "সালাত আদায়ের পর মসজিদে প্রতীক্ষাকারী মুসল্লীর জন্য ফিরিশতাগণ দু'আ করতে থাকে যতক্ষণ সে কাউকে কষ্ট না দেয় কিংবা উযূ ভঙ্গ না করে।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান