মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৫৩
সলাত অধ্যায়
মসজিদের মাহাত্ম্য, গুরুত্ব, আদব ও হক
৫৩. হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: কোন ব্যক্তি সকালে কিংবা সন্ধ্যায় যতবার মসজিদে যায়, আল্লাহ্ তা'আলা জান্নাতে তার জন্য ততবার মেহমানদারীর আয়োজন করে থাকেন। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « مَنْ غَدَا إِلَى المَسْجِدِ وَرَاحَ ، أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنَ الجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের মর্ম এই যে, কোন লোক সকাল কিংবা সন্ধ্যায় যতবার মসজিদে যায় আল্লাহ্ তা'আলা তার এই মেহমানের প্রতি ততবার বিশেষ খেয়াল রাখেন এবং তার প্রতি উপস্থিতির জন্য জান্নাতে আপ্যায়নের বস্তু বিশেষভাবে প্রস্তুত করে থাকেন। বান্দা জান্নাতে পৌঁছার পর তা সামনে উপস্থিত পাবে। আল্লাহ্ তা'আলা জান্নাতে উক্ত অতিথিদের যে আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছেন এ পৃথিবীতে তার কল্পণাও করা যায় না। এ বিষয়ে কানযুল উম্মালে তারিখে হাকিমের বরাতে হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা.) সূত্রে নিম্নবর্ণিত শব্দযোগে বিধৃত হয়েছে: الْمَسَاجِدُ بُيُوتُ اللَّهِ وَالْمُؤْمِنُونَ زُوَّارُ اللَّهِ وَحَقَّ عَلَى الْمَزُورِ أَنْ يُكْرِمْ زَائِرُهُ "মসজিদসমূহ আল্লাহর ঘর। এতে আগমণকারী মু'মিনগণ আল্লাহর মেহমান। সুতরাং যার সাক্ষাতে কেউ আসে তার উচিত আগন্তুকের হক আদায় করা এবং যথাযথভাবে তার আপ্যায়ন করা।" (কানযুল উম্মাল, ৪র্থ খণ্ড, পৃ. ১২৪)
কানযুল উম্মালে তারীখে হাকিম সূত্রে উপরে যে রিওয়ায়া ৩টি বর্ণিত হয়েছে তা হাদীস বিশারদগণের নিকট যাঈফ (দুর্বল) রূপে বিবেচিত। কানযুল উম্মালের গ্রন্থকার স্বয়ং তাঁর গ্রন্থের ভূমিকায় এ বিষয় পরিষ্কার আলোচনা করেছেন। তার উক্ত রিওয়ায়াত ৩টি হযরত আবু হুরায়র (রা.) বর্ণিত বুখারী ও মুসলিমের পূর্বোল্লিখিত হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় হাদীসটি উল্লেখ করা সমীচীন মনে করেছি। (কানযুল উম্মালে একই বিষয়ের উপর হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) সূত্রে মু'জামুত তাবারানী বরাতে অন্য একটি হাদীসও বর্ণিত হয়েছে।)
কানযুল উম্মালে তারীখে হাকিম সূত্রে উপরে যে রিওয়ায়া ৩টি বর্ণিত হয়েছে তা হাদীস বিশারদগণের নিকট যাঈফ (দুর্বল) রূপে বিবেচিত। কানযুল উম্মালের গ্রন্থকার স্বয়ং তাঁর গ্রন্থের ভূমিকায় এ বিষয় পরিষ্কার আলোচনা করেছেন। তার উক্ত রিওয়ায়াত ৩টি হযরত আবু হুরায়র (রা.) বর্ণিত বুখারী ও মুসলিমের পূর্বোল্লিখিত হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় হাদীসটি উল্লেখ করা সমীচীন মনে করেছি। (কানযুল উম্মালে একই বিষয়ের উপর হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) সূত্রে মু'জামুত তাবারানী বরাতে অন্য একটি হাদীসও বর্ণিত হয়েছে।)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)