মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৫২
সলাত অধ্যায়
মসজিদের মাহাত্ম্য, গুরুত্ব, আদব ও হক
৫২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যেদিন আল্লাহ্ প্রদত্ত ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ্ তাঁর নিজের রহমতের ছায়ায় আশ্রয় দিবেন-
১. ন্যায়পরায়ণ শাসক,
২. সেই যুবক যার জীবন শিশুকাল থেকে গড়ে ওঠেছে তার প্রতিপালকের ইবাদাতের মাঝে এবং যৌবনেও বিপথগামী হয়নি,
৩. সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকে আছে,
৪. সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর উদ্দেশ্যে ভালবাসে, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য,
৫. সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহর যিকর করে, ফলে তার দুই চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়,
৬. সেই ব্যক্তি যাকে কোন সুন্দরী অভিজাত রমনী অবৈধ কাজের প্রতি আহ্বান জানায়, কিন্তু সে তা একথা বলে প্রত্যাখ্যান করে যে, আমি আল্লাহকে ভয় করি,
৭. সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে, যে তার ডান হাত খরচ করে অথচ বাম হাত জানে না। (বুখারী ও মুসলিম)
১. ন্যায়পরায়ণ শাসক,
২. সেই যুবক যার জীবন শিশুকাল থেকে গড়ে ওঠেছে তার প্রতিপালকের ইবাদাতের মাঝে এবং যৌবনেও বিপথগামী হয়নি,
৩. সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকে আছে,
৪. সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর উদ্দেশ্যে ভালবাসে, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য,
৫. সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহর যিকর করে, ফলে তার দুই চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়,
৬. সেই ব্যক্তি যাকে কোন সুন্দরী অভিজাত রমনী অবৈধ কাজের প্রতি আহ্বান জানায়, কিন্তু সে তা একথা বলে প্রত্যাখ্যান করে যে, আমি আল্লাহকে ভয় করি,
৭. সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে, যে তার ডান হাত খরচ করে অথচ বাম হাত জানে না। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ : الإِمَامُ العَادِلُ ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ : إِنِّي أَخَافُ اللَّهَ ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ" (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসের তৃতীয় নম্বরে বলা হয়েছে যে, যার অন্তর সর্বদা মসজিদের সাথে লটকে থাকে কিয়ামতের দিন রহমতের ছায়াযুক্ত স্থানের সুসংবাদ দান করা হয়েছে। মু'মিন লোকের অবস্থা এরূপ হওয়া একান্ত কর্তব্য। আল্লাহ্ তা'আলা উপরে বর্ণিত সাত শ্রেণীর মধ্যকার যে কোন শ্রেণীর মধ্যে আমাদের শামিল করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)