মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৫
সলাত অধ্যায়
ফজরের সময় প্রসঙ্গ
২৫. কাতাদা সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণিত। একরাতে নবী কারীম ﷺ ও যায়িদ ইবনে সাবিত (রা) এক সাথে সাহরী খান। তাঁরা সাহরী খাওয়া শেষ করার পর নবী কারীম ﷺ সালাতের প্রস্তুতি গ্রহণ করেন এবং সালাত আদায় করেন। আমরা আনাসের কাছে জিজ্ঞেস করলাম, তাঁদের সাহরী খাওয়া শেষ করার এবং সালাতে দাঁড়ানোর মধ্যে কি পরিমাণ সময় ব্যবধান ছিল? তিনি বললেন, কেউ পঞ্চাশ আয়াত পাঠ করতে পারে এই পরিমাণ সময়। (বুখারী)
کتاب الصلوٰۃ
عَنْ قَتَادَةَ ، ‏‏‏‏‏‏عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، ‏‏‏‏‏‏"أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَزَيْدَ بْنَ ثَابِتٍ تَسَحَّرَا ، ‏‏‏‏‏‏فَلَمَّا فَرَغَا مِنْ سَحُورِهِمَا قَامَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلَاةِ فَصَلَّى ، ‏‏‏‏‏‏فَقُلْنَا لِأَنَسٍ : ‏‏‏‏ كَمْ كَانَ بَيْنَ فَرَاغِهِمَا مِنْ سَحُورِهِمَا وَدُخُولِهِمَا فِي الصَّلَاةِ؟ ، ‏‏‏‏ قَالَ : ‏‏‏‏ قَدْرِ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً". (رواه البخارى)

হাদীসের ব্যাখ্যা:

পঞ্চাশ আয়াত পাঠ করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। এই হিসেবে ঐদিন সম্ভবত রাসূলল্লাহ ﷺ সুবহে সাদিকের সাথে সাথে ফজরের সালাত আদায় করেছিলেন। তবে তার সাধারণ অভ্যাস ছিল এরূপ, তিনি তাড়াতাড়ি (অন্ধকারে) ফজরের সালাত আদায় করে নিতেন, যেমন উপরে হযরত আয়েশা (রা) বর্ণিত হাদীস সূত্রে জানা যায়। কিন্তু সুবহে সাদিক হতেই ফজরের সালাত আদায় করা তাঁর সাধারণ অভ্যাস ছিল না। একথা আবূ বারযা আসলামী, আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) ও অন্যান্য সূত্রে বর্ণিত অপরাপর হাদীস থেকে জানা যায়। হযরত আনাস (রা) বর্ণিত ঘটনার ব্যাখ্যায় বলা যায় যে, সম্ভবত বিশেষ কোন কারণে রাসূলুল্লাহ ﷺ সেদিন প্রথম ওয়াক্তে সালাত আদায় করেন, যেমনিভাবে আমরা কোন বিশেষ অবস্থায় সালাত আদায় করে থাকি। আল্লাহ তা'আলা সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান