মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৪
সলাত অধ্যায়
ফজরের সময় প্রসঙ্গ
২৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এমন সময় ফজরের সালাত আদায় করতেন যে, মহিলারা গায়ে চাদর জড়িয়ে চলে যেত, কিন্তু অন্ধকারে তাদের চেনা যেত না। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ عَائِشَةَ ، ‏‏‏‏‏‏قَالَتْ : ‏‏‏‏ " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُصَلِّي الصُّبْحَ ، فَتَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ مَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ". (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ যখন ফজরের সালাত আদায় করতেন তখন এরূপ অন্ধকার থাকত যে, মহিলারা মসজিদ থেকে চাদর গায়ে জড়িয়ে ঘরে ফিরত কিন্তু কেউ তাদের চিনতে পারত না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান