মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ২৩
সলাত অধ্যায়
ইশার সময় প্রসঙ্গে
২৩. হযরত নু'মান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের এই শেষ ইশার সালাত সম্পর্কে আমি সর্বাধিক জ্ঞাত আছি। তৃতীয় রাতের চাঁদ অস্তমিত হলে রাসূলুল্লাহ ﷺ এই সালাত আদায় করতেন। (আবূ দাউদ ও দারিমী)
کتاب الصلوٰۃ
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ، ‏‏‏‏‏‏قَالَ : ‏‏‏‏ أَنَا أَعْلَمُ بِوَقْتِ هَذِهِ الصَّلَاةِ صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ ، ‏‏‏‏‏‏"كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا لِسُقُوطِ الْقَمَرِ لِثَالِثَةٍ". (رواه ابو داؤد والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

অভিজ্ঞতার নিরিখে ও হিসাব করে দেখা গেছে যে, তৃতীয় রাতের চাঁদ সাধারণত দুই-আড়াই ঘন্টা পর অস্তমিত হয়। এই হাদীস সূত্রে জানা গেল যে, রাসূলুল্লাহ ﷺ সাধারণত এই সময়ে ইশার সালাত আদায় করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান