মা'আরিফুল হাদীস

সলাত অধ্যায়

হাদীস নং: ১৬
সলাত অধ্যায়
সালাতের সময়সমূহ
১৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ গ্রীষ্ম ঋতুতে ঠাণ্ডার সময় এবং শীত মওসুমে তাড়াতাড়ি ওয়াক্ত শুরু হতেই সালাত আদায় করতেন। (নাসায়ী)
کتاب الصلوٰۃ
عَنْ أَنَسٍ قَالَ : « كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ الْحَرُّ أَبْرَدَ بِالصَّلَاةِ ، وَإِذَا كَانَ الْبَرْدُ عَجَّلَ » (رواه النسائى)
tahqiqতাহকীক:তাহকীক চলমান