মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ১৫
সলাত অধ্যায়
সালাতের সময়সমূহ
১৫. মুহাম্মদ ইবনে আমর ইবনুল হাসান ইবনে আলী (রা) বর্ণিত। তিনি বলেনঃ আমরা জাবির ইবনে আবদুল্লাহ্ (রা)-এর নিকট নবী কারীম ﷺ-এর সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি পাঁচ ওয়াক্তের সালাত কখন আদায় করতেন। তিনি বললেন: নবী কারীম ﷺ যুহরের সালাত সূর্য ঢলে পড়লে আদায় করতেন আর সূর্য দীপ্তিমান থাকার সময় (শীত গ্রীষ্মে কোন পার্থক্য হত না) আসরের সালাত আদায় করতেন। সূর্য অস্তমিত হওয়ার পরই মাগরিবের সালাত এবং লোক বেশি হলে তাড়াতাড়ি আর কম হলে বিলম্বে ইশার সালাত আদায় করতেন। ফজরের সালাত অন্ধকারেই আদায় করে নিতেন। (বুখারী ও মুসলিম)
کتاب الصلوٰۃ
عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ الحَسَنِ بْنِ عَلِيٍّ ، قَالَ : سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنْ صَلاَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : « كَانَ يُصَلِّي الظُّهْرَ بِالهَاجِرَةِ ، وَالعَصْرَ وَالشَّمْسُ [ص : 118] حَيَّةٌ ، وَالمَغْرِبَ إِذَا وَجَبَتْ ، وَالعِشَاءَ إِذَا كَثُرَ النَّاسُ عَجَّلَ ، وَإِذَا قَلُّوا أَخَّرَ ، وَالصُّبْحَ بِغَلَسٍ » (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে হযরত জাবির (রা) এবং ইতোপূর্বে হযরত আবূ বারযা আসলামী (রা) বর্ণিত হাদীস থেকে যুহরের সালাত সম্পর্কে নবী কারীম ﷺ এর সাধারণ আমল জানা গেল। আর তা হল এই যে, তিনি দ্বিপ্রহরের পর পরই যুহরের সালাত আদায় করতেন। তবে পরবর্তী হাদীস থেকে একথা পরিষ্কার হয়ে ওঠবে যে নবী কারীম ﷺ এর এ অভ্যাস গ্রীষ্ম ব্যতীত অপরাপর ঋতুর ক্ষেত্রে প্রযোজ্য ছিল। কারণ যখনই প্রচণ্ড গরম পড়ত তখনই তিনি গরমে ভাটা পড়লে যুহরের সালাত আদায় করে নিতেন এবং উম্মাতকেও সেই দিক নির্দেশনা দিতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)